ঋণ নেয়ার নিয়ম
- অবশ্যই সমিতির একজন সদস্য হতে হবে।
- বাংলাদেশ এর নাগরিক হতে হবে এবং ভোটার আইডি কার্ড এর ফটোকপি দিতে হবে।
- অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে, অভিভাবক এর ভোটার আইডি কার্ড এর ফটোকপি এবং আবেদনকারীর জন্মনিবন্ধন লাগবে।
- ২ কপি পাসপোর্ট সাইজ এর সদ্য তোলা ছবি।
- জামানতকারীর ভোটার আইডি কার্ড এর ফটোকপি ও ১ কপি ছবি।
- ঋণ পরিমান অনুসারে ব্যাংক চেক, জমির দলিল অথবা মূল্যবান নিজের নামে কোন জিনিস জামানত রাখতে হবে।
- অফিসে এসে বা ফিল্ড অফিসার এর কাছে থেকে ঋণ এর আবেদন করা যাবে।
বিঃদ্রঃ যদি আপনি সদস্য না হয়ে থাকেন তাহলে ফরম টি ফিলাপ করুন।